সময়ের জনমাধ্যম

বগুড়ায় নিউ মার্কেটের এক ব্যবসায়ী নিখোঁজ

বগুড়ায় সৈয়দ শামসুল আলম বেলাল নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। রোববার সন্ধ্যা সাতটার পর দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন।

এ ঘটনায় গতকাল রোববার দিবাগত রাতে তার শ্যালক গোলাম নবী খান দোলন সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সৈয়দ শামসুল আলম বেলাল শহরের নামাজগড় ইদ্রিস খান লেনের বাসিন্দা। নিউ মার্কেটে বেলাল পেপার নামে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি।

নিখোঁজের ছেলে সৈয়দ ইউসুফ শাওন জানান, সাধারণত তার বাবা সন্ধ্যা সাতটার দিকে দোকান বন্ধ করে বাসায় ফিরেন। কিন্তু গতকাল রাতে আর বাসায় ফিরেননি। তার ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। পরে উপায় না পেয়ে তার মামা থানায় জিডি করেন।

সৈয়দ ইউসুফ বলেন, ‘সর্বশেষ সকালে একটি মোবাইল নম্বর থেকে বাবা ফোন দেন। ফোনে তিনি জানান, আমাকে বাঁচাও। পাওনা টাকা দাবি করে কয়েকজন তাকে আটকে রেখেছে।’

‘কিন্তু কোথায় আটকে রেখেছে বা কত টাকা তার কিছু বলতে পারেননি। পরে ওই নম্বরে আবার যোগাযোগ করা হলে ওপার থেকে জানানো হয়, এটা কুড়িগ্রামের রাজারহাট, এক বয়স্ক মানুষ ফোন দিয়েছিলেন।’

এ বিষয়ে সদর থানার ওসি নূরে আলম সিদ্দীকি বলেন, আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।