সময়ের জনমাধ্যম

বগুড়ায় স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু

বগুড়ায় তিন দিনব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

তিনি বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশে কৃষি ফলন বৃদ্ধি পেয়েছে। বগুড়ার কৃষি জমি অনেক উর্বর। এ জেলায় সকল ধরনের সবজি আবাদ করে কৃষকরা ব্যাপক সফলতা অর্জন করেছেন। শস্য ভান্ডার হিসেবে সারাদেশ বগুড়াকে চিনে।  

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বে তৃতীয়, শাকসবজি উৎপাদনে তৃতীয়, আলু উৎপাদনে প্রথম, মরিচ উৎপাদনে প্রথম এবং অন্যান্য ফসল উৎপাদনে সফলতা অর্জন করেছে। তাই প্রযুক্তির বিকল্প নাই। প্রযুক্তিকে অবশ্যই ব্যবহার করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহফুজ আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা।

এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর মেলার উদ্বোধন করে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন।

কৃষি কর্মকর্তারা জানান, এবার স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় মোট ১৬টি স্টল রয়েছে। স্টলগুলোতে বগুড়ায় উৎপাদন হওয়া বিভিন্ন ধরনের সবজি এবং কৃষি ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করা হয়েছে।