ফ্যাব্রেগাসের ক্লাব কোমোতে যোগ দিবেন মেসি?


ইউরোপিয়ান ফুটবলে নতুন গুঞ্জনের জন্ম দিয়েছেন বার্সেলোনার সাবেক তারকা ও বর্তমানে সিরি আর ক্লাব কোমোর কোচ সেস ফাব্রেগাস। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মেসির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং কোমোতে মেসির পরিবারের উপস্থিতি নতুন করে প্রশ্ন তুলেছে—লিওনেল মেসিকে কি দেখা যাবে কোমোর জার্সিতে?
সম্প্রতি কোমোর এক প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন মেসির স্ত্রী আন্তোনেলা ও তাদের সন্তানরা। সেই থেকেই জল্পনা—মেসি কি ফ্যাব্রেগাসের ডাকে ইতালির লেক কোমো শহরে যাওয়ার কথা ভাবছেন?
তবে ফাব্রেগাস জানালেন, আপাতত এমন কিছু নয়। আন্তোনেলা এসেছিলেন ব্যক্তিগত সফরে, মেসি তখন যুক্তরাষ্ট্রের বাইরে ম্যাচ খেলছিলেন। ফাব্রেগাস বলেন,
‘আমাদের পরিবার পরস্পরের খুব ঘনিষ্ঠ। আমাদের স্ত্রীদের বন্ধুত্ব পুরোনো, আর বাচ্চারাও সমবয়সী।’
তবে মেসির সম্ভাব্য আগমন নিয়ে সাংবাদিকদের চাপের মুখে হাস্যজড়িত উত্তর দেন ফাব্রেগাস,
‘আমি ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরকে বলেছি—মেসি না খেললেও তার ছেলেরা এখানে খেলেছে! ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলা যায় না। কখন কী ঘটে, বলা মুশকিল। ‘নেভার সে নেভার।’
২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মায়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তি থাকলেও সম্প্রতি তার চুক্তি নবায়নের কথাও শোনা যাচ্ছে। ফলে আগামী দুই বছরে কোমোর হয়ে মাঠে নামার সম্ভাবনা খুবই ক্ষীণ।
তবে কোমোও এখন আর ছোট ক্লাব নয়। গত মৌসুমে প্রথমবার সিরি আতে অভিষেকেই দলটি লিগ টেবিলের ১০ নম্বরে ছিল, যা ফাব্রেগাসের কোচিংয়ে উল্লেখযোগ্য সাফল্য। ক্লাবটির উচ্চাভিলাষী প্রকল্প এবং মেসির ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতি বিষয়টিকে ভবিষ্যতের জন্য উন্মুক্ত রাখছে।
মেসিকে কোমোর জার্সিতে দেখা যাবে কিনা, সে প্রশ্নের উত্তর ভবিষ্যতই দেবে। তবে ইতালির আল্পসের পাদদেশে কোমো শহরে এখন থেকেই মেসিকে ঘিরে আলোচনার ঝড় বইছে।