ফের স্থানীয়দের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ


স্থানীয় বাসিন্দাদের সাথে আবারও সংঘর্ষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন লন্ডনি বিল্ডিং এলাকার কাছে সংঘর্ষ শুরু হয়।
এসময় উভয় পক্ষই ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকজন শিক্ষার্থীকে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা গেছে।
তবে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি। ঘটনাস্থলে থাকা একাধিক ব্যক্তি জানান, দুপুর ১টার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এসময় একপক্ষ লাটিসোটা নিয়ে বাচার দোকান এলাকায়, আরেকপক্ষ লন্ডনি বিল্ডিংয়ে অবস্থান নেয়।
এর আগে গতকাল মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকায় শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে শতাধিক আহত হয়। আহতদের মধ্যে শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরিয়াল বডির দুই শিক্ষকও রয়েছেন।