সময়ের জনমাধ্যম

ফুটসাল ফাইনালেও আর্জেন্টিনার কাছে হেরেছে ব্রাজিল

কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের ফুটবলে যেন শনির দৃষ্টি পড়েছে। প্রীতি ফুটবল ম্যাচে মরক্কো-সেনেগালের বিপক্ষে হেরেছে তারা। কদিন আগে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও ইসরায়েলের বিপক্ষে হেরে নকআউট পর্ব থেকে বিদায় নিয়েছে পেলের দেশটি।

সেই ক্ষতে এবার লবণ ছিটিয়ে দিয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দলকে ফুটসাল ফাইনালে হারিয়েছে তারা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে সেলেসাওদের ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। প্রথমবার ঘরে তুলেছে অনূর্ধ্ব-১৭ ফুটসাল শিরোপা। 

প্রথম ওই শিরোপা জিততে কম কাঠখড় পোড়াতে হয়নি আলবিসেলেস্তেরাদের। ম্যাচের ১২ মিনিটেই ব্রাজিল লিড নিয়ে শিরোপার কাছে এগিয়ে যায়। প্রথমার্ধ ওই এক গোলের সম্বল নিয়েই শেষ হয়।

এরপর দ্বিতীয়ার্ধে সেলেসাওদের পাত্তা দেয়নি আর্জেন্টিনা। হজম করা গোল শোধ করা ছাড়াও আরেকটি গোলও দিয়েছে। সাথে নিয়ে গেছে শিরোপাটও। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার বেতোন্নি গোল করে দলকে সমতায় ফেরান। উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ হওয়ার পাঁচ মিনিট আগে গোল করে শিরোপা নিজেদের করে নেয় আর্জেন্টাইন ফুটসাল খেলোয়াড়রা।

প্যারাগুয়েতে অনুষ্ঠিত এই আসরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভেনেজুয়েলা ৫-১ গোলে হারিয়েছে কলম্বিয়াকে। আর প্যারাগুয়েকে ৫-২ গোলে হারিয়ে চতুর্থ স্থানে আছে পেরু।