সময়ের জনমাধ্যম

ফিফার ‘দ্য বেস্ট’ ফুটবল অ্যাওয়ার্ডের দিনক্ষণ চূড়ান্ত

প্রতিবছর ফুটবল মাঠে খেলোয়াড়দের পারফরম্যান্সের বিচারে বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। যা ‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড নামে পরিচিত।

শনিবার (৯ ডিসেম্বর ) ২০২৩ সালের বর্ষসেরা পুরস্কার প্রদানের দিনক্ষণ ঘোষণা করেছে ফিফা। ২০২৪ সালের ১৫ জানুয়ারি ইংল্যান্ডের লন্ডনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুরস্কার দেয়া হবে। এ নিয়ে অষ্টমবারের মত ‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড প্রদান করতে চলেছে ফিফা।

আর তৃতীয়বারের মত ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজক হতে যাচ্ছে লন্ডন। এর আগে ২০১৬ ও ২০১৭ সালে লন্ডনে আয়োজিত হয় এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।

বারাবরের মতই বৈশ্বিক ফুটবলের মর্যাদাপূর্ণ ইভেন্টটিতে ২০২৩ মৌসুমের বিশ্বের সেরা খেলোয়াড়, কোচ, ভক্ত ও গোলসহ মোট ১১টি ক্যাটাগরিতে বর্ষসেরা পুরস্কার প্রদান করা হবে।

২০১৭ সালে ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন কর্তৃক প্রদত্ত ব্যালন ডিঅর থেকে আলাদা হয়ে ‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নেয় বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

Reendex

Must see news