ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তি উদ্যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে বহিরাগতদের হামলায় সংগীতশিল্পী জেমসের কনসার্ট পণ্ড হয়ে গেছে। তাদের ইট-পাটকেলের আঘাতে আয়োজক কমিটির আহ্বায়কসহ ২৫-৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় তিন-চারজন বহিরাগতও আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর জিলা স্কুল চত্বরে এ ঘটনা ঘটে । স্কুলের প্রধান ফটক এবং পুলিশ সুপারের কার্যালয়ের বিপরীত পাশে অবস্থিত সীমানা প্রাচীরের দিক থেকে ইট ছোড়া হয় বলে জানান আয়োজকেরা। আয়োজক কমিটি জানায়, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুধুমাত্র নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল। অনিবন্ধিত কয়েক হাজার বহিরাগত দর্শক জেমসের কথা শুনে চলে আসেন। তাদের ভেতরে ঢুকতে না দেওয়ায় তারা পাশের সড়কে অবস্থান নেন।
পরে আয়োজক কমিটির পক্ষ থেকে গানের পরিবেশনা দেখার জন্য বাইরে দুটি প্রজেক্টর লাগিয়ে দেওয়া হয়। তবে এতেও সন্তুষ্ট না হয়ে বহিরাগতরা দেয়াল বেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় স্কুল প্রাঙ্গণের দর্শক ও মঞ্চের দিকে তারা একের পর এক ইট নিক্ষেপ করতে থাকে। তাদের ছোড়া ইট-পাটকেলে স্কুল প্রাঙ্গণের ২৫ থেকে ৩০ জন আহত হন। এ সময় চার থেকে পাঁচজন দেয়াল বেয়ে স্কুল প্রাঙ্গণের ভেতরে ঢুকে পড়লে স্কুলের শিক্ষার্থীরা তাদের চড়-থাপ্পড় দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ও র্যাব নিরাপত্তায় থাকলেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। স্কুলের স্কাউট, বিএনসিসি ও অনুষ্ঠান উপলক্ষে স্কুলের স্বেচ্ছাসেবক দিয়ে গঠন করা নিরাপত্তা উপ-পরিষদের শতাধিক সদস্যও পরিস্থিতি সামলাতে পারেননি।
পরিস্থিতি বিবেচনায় রাত ৯টা ৫০ মিনিটের দিকে নিরাপত্তা উপ-পরিষদের সদস্য ও ফরিদপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বেনজীর আহমেদ তাবরীজ সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেন।
এ অনুষ্ঠানের শৃঙ্খলা কমিটির সদস্য বেনজীর আহমেদ তাবরিজ বলেন, অনুষ্ঠানটি জিলা স্কুলের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত ছিল। তবে জেমসের গান শুনতে আসা বহিরাগতরা গান শুনতে স্কুল ক্যাম্পাসে ঢুকতে না পারায় তারা বাইরে থেকে ইট ছোড়ায় জেমসের সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠান স্থগিত করা হয়। তিনি বলেন, বাইরে থেকে ইট ছোড়ায় পুনর্মিলনী কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীমসহ ২০-২৫ জন আহত হয়েছেন। আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের নিয়ে তাদের নিজস্ব একটা অনুষ্ঠান চলছিল। তবে জেমস আসার খবর শুনে স্কুলের সামনে ২০ থেকে ২৫ হাজার মানুষ জড়ো হয়ে যায়। এত লোক স্কুলের ভেতরের প্রাঙ্গণে জায়গা দেওয়া অসম্ভব ছিল।বহিরাগতদের ঢুকতে না দেওয়ায় হালকা বিশৃঙ্খলা হয়েছে।