একদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে সাউথ আফ্রিকা। কিন্তু এরপরই দলটির অফ-স্পিনার প্রেনেলান সুব্রায়েনের জন্য এলো দুঃসংবাদ। আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক ম্যাচ খেলেই সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
৩১ বছর বয়সী এই স্পিনার মঙ্গলবার কেয়ার্নসে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ৪৬ রান দিয়ে ১ উইকেট নেন। তার শিকার ছিলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। সাউথ আফ্রিকা ম্যাচটি জিতেছে ৯৮ রানের বড় ব্যবধানে।
তবে খেলা শেষে ম্যাচ অফিসিয়ালদের রিপোর্টে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল- আইসিসি।
তাকে এখন একটি আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে স্বাধীন মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হবে, যেখানে তার অ্যাকশনের বৈধতা পরীক্ষা করা হবে। সুব্রায়েনের দুঃসংবাদ এমন সময়ে এলো যখন ইনজুরির কারণে দলের পেস বোলিংয়ের সেরা অস্ত্র কাগিসো রাবাদাকে ছাড়াই খেলছে দলটি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী শুক্রবার ম্যাকায়তে অনুষ্ঠিত হবে।