সময়ের জনমাধ্যম

প্রধানমন্ত্রীর জনসভায় যোগদানের আহ্বান রাসিক মেয়রের

আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগদানের জন্য চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা সমিতির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় নগর ভবনের সিটি হলরুমে জেলা দু’টির প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে এমন আহ্বান জানান রাসিক মেয়র।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লিটন।

মতবিনিময়কালে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সিটি করপোরেশন এলাকার উন্নয়নে দুই হাজার ৮০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন। এসব প্রকল্পের মাধ্যমে নগরীকে সাজানো হচ্ছে। এছাড়া প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ে রাজশাহী ওয়াসা ভূ-উপরিস্থ পানি শোধনাগার নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের কার্যক্রম শুরু হয়েছে। বিসিক শিল্পনগরী-২ তৈরি করা হয়েছে। এখন প্লট বরাদ্দের অপেক্ষায় রয়েছে। নভোথিয়েটার নির্মাণ কাজ চলছে। এভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলছে।

মেয়র আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের এতো উন্নয়ন করে দিচ্ছেন। আগামী ২৯ জানুয়ারি আমরা সবাই প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিয়ে তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। প্রধানমন্ত্রীর জনসভায় সবাইকে স্বতঃফূর্তভাবে যোগদানের আহ্বান জানান রাসিক মেয়র।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, অবসরপ্রাপ্ত কর্নেল মোঃ মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সমিতির সভাপতি প্রফেসর হবিবুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল হক, বৃহত্তর পাবনা সমিতির সাধারণ সম্পাদক মুহ. নুরুল ইসলাম, মুহ. আব্দুর রব জোয়ার্দার এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক।