প্রথম আলোর কার্যালয় পরিদর্শন করলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার

প্রথম আলোর কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। রোববার দুপুরে প্রথম আলো কার্যালয়ে গিয়ে সহমর্মিতা জানান তিনি।
এসময় তিনি বলেন, ‘ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলা গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটি একটি ভয়াবহ মুহূর্ত ছিল।’
তিনি আরও বলেন, ‘আমি শুধু এটাই জোর দিয়ে বলতে চাই—নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার এই সময়ে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি।’
এমন ঘটনা আর কখনোই দেখতে হবে না বলে আশাবাদ জানিয়ে তিনি বলেন, ‘এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত ছিল।’
এক নজিরবিহীন ঘটনায় গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার প্রথম প্রহর পর্যন্ত ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে একদল উগ্র জনতা।
মাইকেল মিলার সংবাদমাধ্যম দুটির উদ্দেশে বলেন, ‘এখন আপনাদের ঘুরে দাঁড়াতে হবে, আবারও কাজ শুরু করতে হবে। সেইসঙ্গে প্রকাশনা ও সংবাদ পরিবেশন চালিয়ে যেতে হবে এবং আসন্ন নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য সবাইকে জবাবদিহিতার আওতায় রাখতে হবে।’


















