প্রকাশ্যে পারমাণবিক হুমকি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে প্রকাশ্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। শনিবার (৯ আগস্ট) টাম্পায় আয়োজিত এক ডিনারে তিনি বলেন, ‘আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি, তাহলে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে যাব।’
ভারতকে সতর্ক করে মুনির বলেন, সিন্ধু নদীতে ভারতের তৈরি কোনো অবকাঠামো পাকিস্তানের পানি প্রবাহে বাধা দিলে সেটি ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হবে। তার দাবি, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে সরে গিয়ে পাকিস্তানের ২৫ কোটি মানুষকে অনাহারের ঝুঁকিতে ফেলেছে।
মুনির বলেন, ‘ভারতের বাঁধ তৈরি হলে আমরা সেখানে ১০টি ক্ষেপণাস্ত্র মেরে তা ধ্বংস করবো। সিন্ধু নদী ভারতের ব্যক্তিগত সম্পত্তি নয়।’
প্রায় ১২০ জন পাকিস্তানি বংশোদ্ভূতের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই ডিনারে মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস নেওয়া নিষিদ্ধ ছিল। সেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
ভারত-পাকিস্তানের সাম্প্রতিক চার দিনের সংঘর্ষ প্রসঙ্গে মুনির অভিযোগ করেন, ভারত ক্ষয়ক্ষতির বিস্তারিত গোপন করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভবিষ্যতে ভারত আক্রমণ চালালে পাকিস্তান আরও কঠোর জবাব দেবে, আমরা ভারতের পূর্বাঞ্চল থেকে শুরু করবো, এরপর পশ্চিমে অগ্রসর হবো।’
গত মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষের পর ফিল্ড মার্শাল উপাধি পান মুনির। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, তিনি ভবিষ্যতে পাকিস্তানের প্রেসিডেন্ট হতে পারেন। রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকার পক্ষে মত দিয়ে তিনি বলেন, ‘যুদ্ধ যেমন শুধু জেনারেলদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়, তেমনি রাজনীতিও কেবল রাজনীতিকদের হাতে ছাড়া ঠিক নয়।’