প্যারিসে বাংলা গণমাধ্যম ফ্রান্স দর্পণের এক দশক পূর্তি উৎসব


দশ বছর পূর্ণ করলো ইউরোপের বাংলা ভাষার গণমাধ্যম ফ্রান্স দর্পণ। এ উপলক্ষ্যে ‘কমিউনিটি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় প্যারিসের অভারভিলায় একটি অভিজাত হলে এ অনুষ্ঠানে প্রবাসী গুণী ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।
ফ্রান্স দর্পণের নির্বাহী সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জী ও ইশারাত মেঘলার যৌথ অনুষ্ঠান সঞ্চালনায় শুরু হয় অনুষ্ঠান। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে পত্রিকার সম্পাদক শামসুল ইসলাম বলেন, ‘দশ বছরের পথচলায় আমরা প্রবাসীদের সাফল্য ও ইতিবাচক সংবাদ তুলে ধরেছি। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন স্কটল্যান্ডের পার্লামেন্ট সদস্য ফয়সল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার নজির আহমেদ, বিবিসি ওয়ার্ল্ডের সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জুনায়েদ আহমেদসহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ হাসনাত জাহান, কমিউনিটি ব্যক্তিত্ব মোজ্জামেল হক, প্রকাশক মিয়া মাসুদ, মিল্টন সরকার, ফারুক আহমেদ, মামুন মিয়া,শাহিন আরমান চৌধুরী, ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য সোনিয়া জামান।
এতে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেয়া হয়। এরমধ্যে ইসলামী ও নৈতিকতা শিক্ষা : বদরুল বিন হারুন (প্রিন্সিপাল, এমসিসি ইনস্টিটিউট); বর্ষসেরা সামাজিক সংগঠন : বিসিএফ; বর্ষসেরা নারী অধিকার কর্মী : সৈয়দা তাওফিকা সাহেদ (সভানেত্রী, বিকশিত নারী সংঘ); বর্ষসেরা ব্যবসায়ী উদ্যোক্তা : মো. ফেরদৌস রহমান; বর্ষসেরা ক্রীড়াবিদ : নাজিবুল্লাহ পিয়াস।
সম্মাননাপ্রাপ্তরা জানান, এই স্বীকৃতি প্রবাসে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে। পরে সাংস্কৃতিক পর্বে সংগীতশিল্পী প্রিয়ন্তি ও মৌসুমি চক্রবর্তীর মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকরা উপভোগ করেন।