প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালট সঠিকভাবে বিবেচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিষয়টি নিয়ে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল সিইসির সাথে সাক্ষাৎ করেন।
সালাউদ্দিন আহমেদ বলেন, 'আমরা বলেছি এখানে সঠিকভাবে বিবেচনা করা হয়নি। যারা এই পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিলেন এবং প্রেরণের কাজে ছিলেন বা এগুলোর বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন—তাদের ব্যাখ্যা দিতে হবে। নির্বাচন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে।'
সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ বলেন, 'দু-একটা বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। এগুলো তাদের সঙ্গে আলোচনা হয়েছে।'
তিনি আরও বলেন, 'যেসব পোস্টাল ব্যালট বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকার আসছে—বাসায় ২০০-৩০০ করে ব্যালট পাওয়া যাচ্ছে—কোথাও কোথাও জব্দ করা হচ্ছে।'
সালাউদ্দিন বলেন, 'প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে। এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারতো। তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে, এখানে আমরা ভিক্টিম হচ্ছি। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।'
তিনি অভিযোগ করেন, 'একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কিছু কিছু এখানে হয়েছে বলে আমাদের ধারণা এবং সেটা প্রকাশিত হয়েছে। এটা যে আসলে ধারণা না, সেটা প্রমাণিত হচ্ছে।'
'নির্বাচন কমিশনকে এ ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। প্রবাসীদের কাছে যেসব ব্যালট পাঠানো হয়েছে, সেগুলো কীভাবে পাঠানো হয়েছে, তারা কীভাবে ভোট দিবে, কীভাবে স্ক্যান করবে। আর এক জায়গায় যদি দু-তিনশ ব্যালট পাওয়া যায়, সেক্ষেত্রে কী ব্যাখ্যা দিবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা নিবে—এসব বিষয় আমরা নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করেছি, তারা ব্যাখ্যাটা দিবেন।' বলেন তিনি।
আচরণবিধির বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার বিষয়ে তিনি বলেন, 'আমরা চাই অধিকাংশ ভোটার ভোটে অংশগ্রহণ করুক৷ ভোটার স্লিপের মাধ্যমে ভোটের নম্বর ও প্রার্থীর নাম, প্রতীক ইত্যাদি পাওয়া সহজ হয়। ভোট স্লিপের মধ্যে কোনো পার্টির নাম দেওয়া যাবে না, মাথা দেওয়া যাবে না এবং প্রার্থীর ছবি দেওয়া যাবে না—এগুলো কিছু পুনর্বিবেচনা করা দরকার।'
বিষয়টা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'প্রত্যেক প্রার্থী ভোটার স্লিপ দিবে। ভোটার স্লিপ পেলে ভোটার নিজে চিন্তা করবে কোন দিকে দিবে না দিবে। ভোটারদের জন্য এটা সহজতর করা উচিত। আমরা নির্বাচনকে যেন কঠিন না করি, সহজতর করি এবং অধিকাংশ ভোটার যেন ভোট দিতে পারেন।'
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান রুহুল কুদ্দুস কাজল।