পুরো আসনের ফল বাতিলের ক্ষমতা পাবে ইসি, ফিরছে ‘না’ ভোটও


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না ইভিএম। নির্বাচন কমিশন চাইলে পুরো সংসদীয় আসনের ফল বাতিল করতে পারবে। এমনকি ইসি চাইলে ৩০০ আসনের ফলও বাতিল করার এখতিয়ার রাখবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো. সানাউল্লাহ। এছাড়া এবার নির্বাচনে না ভোট ফিরছে বলেও জানান তিনি।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মুলতবি কমিশন সভা শেষে সাংবাদিকদের ইসি সানাউল্লাহ এসব কথা জানান।
তিনি বলেন, নির্বাচনে কোনো অনিয়ম হলে একটি, দুটি কেন্দ্রের ফল অথবা নির্বাচন কমিশন চাইলে পুরো আসনের ফল বাতিল করতে পারবে। এছাড়া ফলাফল ঘোষণার সময় সাংবাদিকরা উপস্থিত থাকতে পারবেন বলে জানান তিনি।
ইসি সানাউল্লাহ জানান, কোনো আসনে একজন প্রার্থী থাকলে তাকে না ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে হবে।