প্রযুক্তি এবং শিল্পকলার এক অনন্য মিশেলে এবার পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়েছে একটি হিউম্যানয়েড রোবট। চীনের সাংহাই থিয়েটার একাডেমিতে নাট্যকলা, চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি করা হয়েছে ‘সুয়ে বা-০১’ নামের এই রোবটটিকে।
রোবটটির ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে সম্প্রতি সাংহাইয়ে অনুষ্ঠিত ২০২৫ ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে। এই ঘটনা প্রযুক্তি বিশ্বে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।
‘সুয়ে বা-০১’ রোবটটির নির্মাতা সাংহাই ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক লি লিংতু এবং তার দল। রোবটটির নকশা করেছেন সাংহাই থিয়েটার অ্যাকাডেমির অধ্যাপক ইয়াং ছিংছিং। এটিকে ‘দেহযুক্ত বুদ্ধিমান কৃত্রিম সত্তা’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।
ডেভেলপার লি বলেন, ‘আমাদের লক্ষ্য এমন এক পারফর্মার তৈরি করা, যা মানুষের আবেগ বুঝবে এবং শ্রোতাদের কাছে আবেগপূর্ণ শিল্প উপস্থাপন করতে পারবে। মানব অভিনেতা একাধিক শো-এর পর ক্লান্ত হয়ে যায়। রোবট তা হবে না। এটি দীর্ঘস্থায়ী সঙ্গী হিসেবেও কাজ করতে পারবে।’
এই হিউম্যানয়েড রোবটটির বিকাশ শুরু হয়েছিল ২০২১ সালে। তখন দুটি প্রতিষ্ঠানের মধ্যে শিল্পকলা ও রোবটিক্স প্রযুক্তি নিয়ে যৌথ কৌশলগত সহযোগিতার ভিত্তিতে একটি মানবসম্পদ উন্নয়ন কর্মসূচি চালু হয়। চার বছরের এই ডক্টরাল প্রোগ্রামে রোবটটিকে যেসব প্রশিক্ষণ দেওয়া হবে তার মধ্যে রয়েছে: সাংগঠনিক ও মৌলিক শিক্ষা, নাট্যশিল্প ও রোবোটিক সিস্টেম, অভিনয়ের অঙ্গভঙ্গি এবং মানবিক আবেগ ও কগনিটিভ মডেলিং
‘সুয়ে বা-০১’ নিয়মিত ক্লাসরুমে অংশ নেবে, গবেষণার কাজে যুক্ত হবে এবং নাটকের বিভিন্ন তত্ত্ব শিখবে। এরপর এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারফর্মিং আর্টস সংযুক্ত গবেষণাগারে তার কাজ চালিয়ে যাবে। এই উদ্যোগটি ভবিষ্যতে রোবট এবং মানুষের মধ্যে শিল্পকলার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন নির্মাতারা।