সময়ের জনমাধ্যম

পাবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি ’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মে) দুপর ১২টায় ঘন্টাব্যাপী থেকে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর কয়েক ঘন্টা আগে থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের কেন্দ্রের সামনে আসতে দেখা গেছে।

পরীক্ষা কমিটির সদস্যরা জানান, পাবিপ্রবি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১৬৫৮ জন। তবে তাদের মধ্যে উপস্থিত ছিলেন ১৬০৫ জন। যা মোট পরীক্ষার্থীর ৯৬.৮০ শতাংশ। ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি, রোভার স্কাউট, পাবিপ্রবি প্রেসক্লাব,বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা দায়িত পালন করেন। 

পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন  উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। এসময়  আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দিন, প্রক্টর ড. মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মো. নাজমুল হোসেন ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

পরীক্ষার হল পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, ‘পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতি তুলনামুলক অনেক ভালো, যা অত্যন্ত আনন্দের বিষয়। ‘সি’ ইউনিটে পরীক্ষার্থী কম থাকায় নিজ ক্যাম্পাসে পরীক্ষা নিতে পেরেছি। সুন্দরভাবে পরীক্ষা দিতে পেরে পরীক্ষার্থীরাও অনেক খুশি। আমি ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’