পাখি ডিম দিয়েছে মাঠে, তাই খেলা সরানো হলো অন্যত্র


সংরক্ষিত প্রজাতির একটি দেশি পাখি মাঠে ডিম পাড়ার কারণে অস্ট্রেলিয়ায় একটি মাঠে এক মাসের জন্য খেলাধুলা বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্যানবেরার জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে এই ঘটনা ঘটেছে।
ইয়াহু নিউজের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, গত সপ্তাহে ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরত্বের জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল খেলতে গিয়ে খেলোয়াড়েরা দেখেন, মাঠের ঠিক মাঝখানে একটি প্লোভার পাখি ডিম দিয়েছে। এরপর তাদের ম্যাচটি সরিয়ে নেওয়া হয় পাশের অন্য একটি মাঠে।
প্লোভার পাখি সাধারণত বাচ্চা জন্ম দেওয়ার পর অত্যন্ত রক্ষণশীল এবং ভয়ানকভাবে আক্রমণাত্মক হয়ে ওঠার কারণে পরিচিত। এ সময় তারা ডানা ঝাপটে, তীব্র শব্দ করে এবং ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে বাসার কাছাকাছি আসা যে কাউকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে।
স্থানীয় কাউন্সিল ইয়াহু নিউজ অস্ট্রেলিয়াকে জানায়, আঞ্চলিক স্পোর্টস কমপ্লেক্সের কৃত্রিম ফুটবল মাঠে একটি প্লোভার পাখি ডিম দিয়েছে। এ কারণে স্থানীয় বন্য প্রাণী সংস্থা ওয়াইল্ডকেয়ারের পরামর্শে ক্লাব ম্যাচগুলো পাশের মাঠে সরিয়ে নেওয়া হয়েছে।
ছোট নথজিরিয়া বা ছোট জিরিয়া নামে পরিচিত। মাঠটি সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিল বলেছে, ‘আমাদের দেশি প্রজাতিগুলো রক্ষায় সক্রিয় হতে হবে। ডিম সরানো প্রয়োজন হলে বিশেষজ্ঞদের আনতে হবে এবং অনুমতি নিতে হবে।’
এমন সিদ্ধান্ত নেওয়ার কারণে স্থানীয় ফুটবল দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কাউন্সিল। পাশাপাশি তারা খেলা ও অনুশীলন সরিয়ে নিতে সহযোগিতা করেছে এবং কর্তৃপক্ষকে বিকল্প মাঠের ব্যবস্থাও করে দিয়েছে।