পাক সেনাপ্রধানের পরমাণু হুমকি, ভারতের কড়া প্রতিক্রিয়া


যুক্তরাষ্ট্র সফরে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির-এর মন্তব্যে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কাশ্মীর ইস্যুতে তৈরি হওয়া উত্তেজনার রেশ না কাটতেই তার এই মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ফ্লোরিডায় এক অনুষ্ঠানে মুনিরবলেন, ‘আমরা পরমাণু শক্তিধর দেশ। আমাদের যদি মনে হয় আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, তাহলে অর্ধেক পৃথিবীকে নিয়ে ধ্বংস হবো।’ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় যদিও মুনিরের এই বক্তব্যের সম্পূর্ণ অংশ প্রকাশ করেনি, তবে রয়টার্স-এর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই খবর প্রচারিত হয়েছে।
মুনিরের বক্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স-এ একটি কড়া বিবৃতি দেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে সফররত পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের একটি বিবৃতি দেখেছি। পরমাণু শক্তি নিয়ে হইচই করাই হলো পাকিস্তানের চালিকাশক্তি। পাকিস্তানের সেনাপ্রধানের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় নিজেদের সিদ্ধান্তে আসতে পারে। কিন্তু একটি দেশের পারমাণবিক কমান্ড ও কন্ট্রোল নিয়ে যে সংশয় ছিল, তা আরও জোরালো হচ্ছে এবং এই দেশের সেনা সন্ত্রাসবাদীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলে।’
তিনি আরও বলেন, ভারত এই ধরনের কোনো ‘পরমাণু-ব্ল্যাকমেইলের’ কাছে মাথা নত করবে না এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।
ভারতের মন্তব্যের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে অপরিণত মন্তব্য করেছে, তা পাকিস্তান কড়াভাবে খারিজ করে দিচ্ছে। ভারত অপ্রাসঙ্গিকভাবে বিবৃতি ও তথ্য বিকৃত করেছে। ভারত একটা পরমাণু ব্ল্যাকমেইলের ন্যারেটিভ তৈরি করেছে, যা বিভ্রান্তিকর। ভারত ভিত্তিহীন ও অযৌক্তিক অভিযোগ করছে।’