সময়ের জনমাধ্যম

পাকিস্তান ক্রিকেটের সাদা বলের কাণ্ডারি মাইক হেসন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি প্রধান কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও অভিজ্ঞ কোচ মাইক হেসনকে নিয়োগ দেওয়া হয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভী আজ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করছেন হেসন। আগামী ২৬ মে তিনি পাকিস্তান জাতীয় দলের শিবিরে যোগ দেবেন বলে জানা গেছে। তার যোগদানের ঠিক একদিন পরই ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে পাকিস্তান দল।

পাকিস্তান ক্রিকেটে কোচ ও নির্বাচক পদে ঘন ঘন পরিবর্তন দেখা যায়। কিছুদিন প্রধান কোচের পদ খালি থাকার পর এই নিয়োগ দেওয়া হলো। এর আগে ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেন স্বল্প সময়ের জন্য পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন। তার প্রস্থানের পর সাবেক পাক পেসার আকিব জাভেদ অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার অধীনে দল বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে। তবে গত ফেব্রুয়ারিতে জাভেদের চুক্তির মেয়াদ শেষ হলে তিনি আর তা নবায়ন করেননি।

মাইক হেসনের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। খেলোয়াড়ি জীবন শেষে ২০০৩ সালে তিনি আর্জেন্টিনা ক্রিকেট দলের কোচ হন। ২০১১ সালে কেনিয়া দলের দায়িত্ব নিলেও নিরাপত্তা জনিত কারণে সেই পদ থেকে সরে দাঁড়ান। এরপর ২০১২ সালের জুলাইয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব নেন এবং ২০১৮ সাল পর্যন্ত সেই পদে ছিলেন। এছাড়াও, তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালকের দায়িত্বও পালন করেছেন।

২০২৩ সালের নভেম্বরে হেসন ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে যোগ দেন এবং তার অধীনে দলটি গত পিএসএলে তাদের তৃতীয় শিরোপা ঘরে তোলে। পিএসএলে এটি ছিল তার প্রথম মৌসুম। এবার পাকিস্তান জাতীয় দলের দায়িত্বে দেখা যাবে তাকে। আকিব জাভেদকে ডিরেক্টর অব হাই পারফরম্যান্সের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।