সময়ের জনমাধ্যম

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন

পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছে। রোববার দুবাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। কূটনীতিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, দীর্ঘদিন থেকে বিরল রোগ অ্যামিলয়ডোসিসে ভুগছিলেন পারভেজ মোশাররফ। দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

১৯৪৩ সালের ১১ আগস্ট, ব্রিটিশ ভারতের দিল্লিতে জন্ম নেওয়া জেনারেল মোশারফের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। পাকিস্তানের সাবেক এই সেনাশাসক ১৯৯৯ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজ শরীফকে হটিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন। পরে গণ-আন্দোলনের মুখে ক্ষমতা থেকে বিদায় নেন তিনি। এরপর থেকে দুবাইতে বসবাস করছিলেন পাকিস্তানের সাবেক এই প্রেসিডেন্ট।