পাকিস্তানের যুদ্ধবিমান ক্রয়ের আলাপ, অস্ত্র বাণিজ্যের নতুন বাজার বাংলাদেশ

পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনী প্রধানের মধ্যে সম্ভাব্য একটি ‘প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে আলোচনা হয়েছে। এরমধ্যে বাংলাদেশের কাছে জেএফ-১৭ থান্ডার জেট ফাইটার বিক্রির প্রস্তাব রয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
রয়টার্স বলছে, পাকিস্তানের সশস্ত্রবাহিনী যে সময় এমন খবর দিল যখন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটছে এবং পাকিস্তান তাদের অস্ত্র বিক্রির বাজার সম্প্রসারণে উদ্যোগী হয়েছে।
গত বছর মে মাসে ভারতের সাথে যুদ্ধে পাকিস্তান বিমান বাহিনীর সফলতার পর প্রতিরক্ষা খাতের ব্যবসা আরো চাঙ্গা করতে মনোযোগ দিচ্ছে দেশটি। পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে তিন দশকের মধ্যে সবচেয়ে তীব্র সেই সংঘাতে বড় সা ফল্য পেয়েছিল জেএফ-১৭ থান্ডার জঙ্গি বিমান।
বাংলাদেশকে সুপার মুশশাক ট্রেইনার বিমান দ্রুত সরবরাহ করার এবং সম্পূর্ণ প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদি সহায়তার ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দিয়েছে পাকিস্তান।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ইসলামাবাদে পাকিস্তান বিমানবাহিনীর এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে পরিচালনগত সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়।
উভয়পক্ষের বৈঠকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান সম্ভাব্য ক্রয় নিয়েও ‘বিস্তারিত আলোচনা’ হয়। চীনা প্রযুক্তি সহায়তা নিয়ে পাকিস্তান যৌথভাবে এই মাল্টি-রোল কমব্যাট ফাইটার তৈরি করেছে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার বা বিমানবাহিনীর কোনো আনুষ্ঠানিক ভাষ্য এখনো আসেনি।


















