সময়ের জনমাধ্যম

পবিপ্রবিতে মানবিক বিভাগের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৭৯ জন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার দুপুর ১২ টা থেকে একটা পর্যন্ত গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সারাদেশে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে এবারের ভর্তি পরীক্ষার্থী সংখ্যা ৯৬ হাজার ৪৩৫ জন। পবিপ্রবিতে এবার বি ইউনিটে ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করবে ৩৭৯ জন ভর্তি পরীক্ষার্থী।

পবিপ্রবির কৃষি অনুষদ ভবনের বি ব্লক এবং সি ব্লকের সর্বমোট ১০টি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩৪১২২২ রোল থেকে ৩৪১৬০০ রোল পর্যন্ত পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পবিপ্রবি ভর্তি কমিটির আহবায়ক প্রফেসর ড. ফজলুল হক বলেন, বি ইউনিটে আমাদের এখানে ৩৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পরীক্ষা আগামীকাল দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র ইতোমধ্যেই আমাদের কাছে চলে এসেছে। পরীক্ষা নিয়ে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।