সময়ের জনমাধ্যম

পবিপ্রবিতে গুচ্ছভুক্ত মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা গ্রহণ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির আওতায় মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে ঘন্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়। পবিপ্রবি কেন্দ্রে মোট উপস্থিত ছিল ৩৬৬ জন পরীক্ষার্থী।

পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ফজলুল হক বলেন, সকলের সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপস্থিতি ভালো ছিল, তবে প্রতিবারই মানবিক বিভাগে আমাদের কেন্দ্রে পরীক্ষার্থী কম থাকে। কিন্তু বিজ্ঞান বিভাগে ‘এ’ ইউনিটে পরীক্ষার্থী বেশি থাকে।

এবছর সারা বাংলাদেশে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের (বি ইউনিট) মানবিক বিভাগে মোট ৭,৭৪৬টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করে ৯৬ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী। গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের (সি ইউনিট) বাণিজ্য বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ মে এবং সর্বশেষ (এ ইউনিট) বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন।