সময়ের জনমাধ্যম

পত্নীতলায় র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর পত্নীতলা উপজেলার আড়াইল এলাকা হতে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমান বাংলা মদসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে এক বার্তায় র‌্যাব একথা জানায়।

র‌্যাব জানায়, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে  বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, অভিযান পরিচালনা করে ২ হাজার ৩৬৫ লিটার বাংলা মদসহ  আড়াইল গ্রামের হরেন পাহানের ছেলে বিশ্বনাথ পাহান (৩৫) এবং বিগল পাহানের ছেলে কার্তিক পাহান (৩৮) কে গ্রেপ্তার করেন। 

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, তারা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বাংলা মদ উৎপাদন করে তা গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকা করে ছোট ছোট বোতলে বিক্রি করে আসছিল। র‌্যাবের জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে, তারা দীর্ঘদিন ধরেই নেশা জাতীয় মাদকদ্রব্য বাংলা মদ অবৈধভাবে নিজ বসত বাড়ীতে বাংলা মদ উৎপাদন ও  সংরক্ষণ করে আসছিলো। জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল চক্রটি।

গ্রেফতারকৃত আসামীদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত কর বলেন তাদের  বিরুদ্ধে মামলা রুজু করে কোর্টে প্রেরন করা হয়েছে। 

র‌্যাব ক্যাম্প জয়পুরহােটের কোম্পানী কমান্ডার মেজর মোঃ শেখ সাদিক বলেন, মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Reendex

Must see news