পটুয়াখালীতে বাসচাপায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন। শুক্রবার সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে সদর উপজেলার মৌকরণ বাজারে
বরিশাল থেকে ছেড়ে আসা পটুয়াখালীগামী রুদ্রতুর্য পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান আয়েশা বেগম নামের ওই নারী। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করতেন।
মৌকরণ বাজারের দোকানদার সোবহান মিয়া জানান, আয়েশা বেগমের স্বামী মারা যাবার পর থেকে ভিক্ষাবৃত্তি করে জীবনধারণ করতেন। সকালে বাজারে আসার সময় বাসচাপায় তিনি মারা গেছেন।

ঘটনাস্থলে থাকা সদর থানার এসআই কামরুল ইসলাম জানান, আয়েশা বেগমের মাথা থেঁতলে মগজ বের হয়ে গেছে। তিনি জানান, সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলেও পুলিশের একটি পিকআপ বাসটির গতিরোধ করে। পরে চালক পালিয়ে গেলেও হেল্পার মিলনকে আটক করে গাড়ীটি থানায় নিয়ে আসে পুলিশ। এরপর আয়েশার মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান সদর থানা পুলিশের সদস্যরা।