সময়ের জনমাধ্যম

নোয়াখালীতে চলন্ত বাসে নোবিপ্রবি’র দুই শিক্ষার্থী হেনস্তার শিকার

ফেনী নোয়াখালী রুটে চলাচলকারী সুগন্ধা পরিবহনের একটি বাসে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭ তম ব্যাচের দুই শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। ভুক্তভোগীদের একজন নারী শিক্ষার্থী। তারা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী

ভুক্তভোগীরা জানান, টিউশনে যাওয়ার জন্য তার বন্ধুসহ সুগন্ধা বাসে উঠেন তারা। এরপর সোনাপুর থেকে সাত-আট জন বখাটে তাদেরকে অনুসরণ করতে থাকে। একপর্যায়ে মাইজদীর জহুরুল হক মিয়ার গ্যারেজে গিয়ে বাস থামলে তাদেরকে টেনেহিঁচড়ে বাস থেকে নামানোর চেষ্টা করে বখাটে দল। এসময় বখাটেরা ওই নারী শিক্ষার্থীর বন্ধুর মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং তার সাথে অশালীন আচরণ করে।

ভুক্তভোগী ছেলে শিক্ষার্থীর বলেন, ‘বখাটেরা আমার শার্টের কলার ধরে আমার পকেট থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এরপর তারা আমার কাছ আরও পাঁচ হাজার টাকা দাবি করে।শুধু তাই নয় তারা আমার বান্ধবীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। এ ঘটনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

সুধারাম থানার তদন্ত কর্মকর্তা বলেন, আমরা এ বিষয়ে আসলে কিছু জানিনা। আমাদের কাছে অভিযোগ করা হলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

নোবিপ্রবি প্রক্টর মোঃ ইকবাল হোসেন সুমন বলেন, বিষয়টি আমাকে জানানো হয়নি। যেহেতু ক্যাম্পাসের বাইরে সমস্যা হয়েছে তাই এটা স্থানীয় থানায় অবহিত করলে ভালো হবে এবং ভুক্তভোগী শিক্ষার্থীদের সকল প্রকার সহায়তা করা হবে।