নোয়াখালী-৫ আসনে দুটি ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ


নোয়াখালী জেলার সদর উপজেলার ১১ নং নেয়াজপুর ইউনিয়ন এবং ১০ নং অশ্বদিয়া ইউনিয়নকে সদ্য ঘোষিত নির্বাচন কমিশনের গেজেটে নোয়াখালী-৫ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদ করেছেন ঢাকাস্থ ১১ নং নেয়াজপুর ইউনিয়ন সর্বদলীয় সংগ্রাম পরিষদ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মানববন্ধন করে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ‘নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ও অশ্বদিয়া ইউনিয়ন দীর্ঘদিন ধরে নোয়াখালী-৪ আসনের অন্তর্ভুক্ত ছিল। এখন হঠাৎ করে এই দুই ইউনিয়নকে নোয়াখালী-৫ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক এবং জনবিচ্ছিন্ন একটি সিদ্ধান্ত।’
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান এর পুত্র আবু সালেহ মোঃ আবদুল্ল্যাহ সবুজ। সঞ্চালনা করেন মোঃ শাহজাহান কামাল বাবর। এতে আরও বক্তব্য দেন সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কাউছার নিয়াজী, সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল, ঢাকাস্থ সংগঠনের আহ্বায়ক আবু ইউসুফ স্বপন, সদস্য সচিব নাজমুল আবেদীন সানিদ, রুহুল আমীন।
বক্তারা নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং অবিলম্বে গেজেট সংশোধন করে নেয়াজপুর ও অশ্বদিয়া ইউনিয়নকে পুনরায় নোয়াখালী-৪ আসনের আওতায় আনার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা ঘোষণা দেন, যদি নির্বাচন কমিশন তাদের দাবি উপেক্ষা করে তাহলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। পরে, বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে গণস্বাক্ষরসহ আবেদন দাখিল করা হয়।