সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নোয়াখালীতে শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ করেছে লংকাবাংলা ফাউন্ডেশন। শনিবার সকালে নোয়াখালী শহর মাইজদী বালিকা বিদ্যানিকেতনে তিনশো পরিবারকে কম্বল দেয়া হয়েছে।
লংকাবাংলার চৌমুহনী শাখার উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, লংকাবাংলার চৌমুহনী শাখা ব্যবস্থাপক একেএম. মোস্তাক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর থানা ওসি রামচন্দ্র ভট্টাচার্য, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সংস্কৃতজন জামাল হোসেন বিষাদ, মাইজদী বালিকা বিদ্যানিকেতনের সহকারী প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, লংকাবাংলার সিএমএসই বিভাগের প্রধান কর্মকর্তা আবুল ফয়সাল মাহমুদ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আফরোজ জাহানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন রিগান, সাইফুল ইসলাম সুজন, আবদুর রহিম, সাংবাদিক গাজী রুবেল, সাংস্কৃতিক কর্মী আলাউদ্দীন সুজনসহ জেলার গণ্যমান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। লংকাবাংলা ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। এতে সমাজের অনেক হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো যায়। এমন উদ্যোগ বন্যা, ঘূর্ণিঝড়সহ এমন প্রাকৃতিক বিপর্যয়ের সময় অন্য প্রতিষ্ঠানগুলোকেও অনুপ্রাণিত করবে।