নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘Empowering LIS Professionals Through Capacity Building in Information and Knowledge Management: A Technological Perspective’ শীর্ষক দুই দিনব্যাপি কর্মশালা শুরু হয়েছে। বুধবার (৭ মে) বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামের আইকিউএসি সেমিনার কক্ষে সেমিনারের প্রথম দিনের কার্যক্রম পরিচালিত হয়।
আইকিউএসি কর্তৃক আয়োজিত এই কর্মশালায় তথ্য ও গ্রন্থাগার বিজ্ঞান পেশাদারদের সক্ষমতা বৃদ্ধি এবং জ্ঞান ব্যবস্থাপনার আধুনিক প্রযুক্তিগত দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রেজুয়ানুল হক, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ হানীফ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক। এছাড়াও আমন্ত্রিত বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ল্যাব ইন্সট্রাক্টর মোহাম্মদ জয়নাল আবেদীন।
কর্মশালায় সভাপতিত্ব করেন নোবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদ এবং প্রোগ্রাম চেয়ার প্রফেসর ড. মোহাম্মদ শফিক ইসলাম।
কর্মশালায় বিশেষ অতিথি অধ্যাপক ড. রেজুয়ানুল হক বলেন, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনার উন্নয়নের সাথে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন জড়িত। আমরা দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়কে অটোমেশনের আওতায় নিয়ে যেতে যাচ্ছি, সেখানে তথ্যবিজ্ঞানের বিকল্প নেই।
কর্মশালায় তথ্য ও গ্রন্থাগার পেশাদারগণ জ্ঞান ব্যবস্থাপনার বিভিন্ন আধুনিক প্রযুক্তি, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা তথ্য ব্যবস্থাপনার গুরুত্ব এবং এই ক্ষেত্রে নতুন প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে কীভাবে পেশাদারদের দক্ষতা বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোকপাত করেন।
অধ্যাপক ড. আসাদুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য বিজ্ঞান গ্রন্থাগার ব্যবস্থপনা বিভাগের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী ও নোবিপ্রবি লাইব্রেরির কর্মকর্তা কর্মচারীরা।