নৈশ্য প্রহরীর স্মরণসভা করলো টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়


গাজীপুরের টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের নৈশ্য প্রহরী মোঃ আশরাফুল ইসলাম ওরফে আসাদুল্লাহর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোবাবার দুপুরে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হক মল্লিকসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।
বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা জানান, আসাদুল্লাহ ছিলেন দায়িত্বশীল, সৎ ও নিষ্ঠাবান একজন কর্মী। আসাদুল্লাহ শুধু একজন প্রহরী ছিলেন না, ছিলেন আমাদের পরিবারের একজন সদস্য। তার আকস্মিক মৃত্যুতে আমরা সবাই শোকাহত। আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে নৈশ্য প্রহরী হিসেবে সততার সাথে কাজ করছিলেন। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় একজন মানুষ।
গত ২৫ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তিনি হঠাৎ বিদ্যালয়ে বাথরুমে পড়ে মারা যান।