ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র আবারও পিতৃত্বের স্বাদ পেলেন। তার প্রেমিকা ব্রুনা ব্যাঙ্কার্ডির ঘরে জন্ম নিয়েছে কন্যাসন্তান, যার নাম রাখা হয়েছে ‘মেল’। গত ৫ জুলাই ভোরে ব্রাজিলে জন্মগ্রহণ করে এই দম্পতির দ্বিতীয় সন্তান।
নতুন অতিথিকে নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন ব্যাঙ্কার্ডি। সেখানে তিনি লেখেন, ‘আমাদের মেল এসেছে, আমাদের জীবনকে আরও মিষ্টি করে তুলতে। স্বাগতম, মেয়ে! ঈশ্বর যেন তোমার জীবনকে আশীর্বাদ ও নিরাপত্তায় রাখেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমার সঙ্গে এই নতুন অধ্যায় শুরু করার।’
৩৩ বছর বয়সী নেইমারের এটি চতুর্থ সন্তান। ২০১১ সালে তার প্রথম সন্তান, ছেলে ডাভি লুকা, জন্ম নেয় সাবেক প্রেমিকা ক্যারোলিনা ডান্তাসের ঘরে। এরপর ব্যাঙ্কার্ডির সঙ্গেই জন্ম নেয় তাদের প্রথম সন্তান মাভি। আর নেইমারের তৃতীয় সন্তানের জন্ম হয় আরেক সাবেক সঙ্গী আমান্ডা কিম্বারলির ঘরে।

কয়েক মাস আগে ব্রাজিলের ক্লাব সান্তোসে ফিরে আসার পর পরিবারকেই অগ্রাধিকার দিচ্ছেন নেইমার। বড় মেয়ে মাভি বোন মেলকে পেয়ে বেশ আনন্দিত। ফুটবল মাঠের বাইরে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এই নতুন অধ্যায় উপভোগ করছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।
নেইমারের বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি সান্তোসে খেলবেন। এরপর ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বড় ক্লাবগুলোর আগ্রহের প্রেক্ষিতে তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিবেন তিনি। তবে আপাতত সবকিছু ছাপিয়ে নেইমার সময় দিচ্ছেন তার পরিবারের নতুন সদস্য আর পরিবারকে।
চোটে জর্জরিত ফুটবল ক্যারিয়ারের বিরতিতে পারিবারিক জীবন নিয়ে সুখে আছেন নেইমার। নতুন সন্তান মেল তার জীবনে এনেছে আরও এক আনন্দময় অধ্যায়।