পিএসজির সুখের সংসারে এখন জ্বলছে বিষের আগুন। সবশেষ প্রতিযোগিতামূলক মৌসুম শেষ হতেই প্যারিসের ক্লাবটি ছেড়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কানাঘুষা আছে প্যারিসের সুখী নন ব্রাজিলিয়ান তারকা নেইমারও। দলবদলের এই মৌসুমেই অন্য ক্লাবে পাড়ি জমানোর গুঞ্জনও শোনা গেছে। তাতে খুব একটা আপত্তি জানায়নি পিএসজিও। তবে এসব ধাক্কা সামলে উঠার আগেই দলটির জন্য আরো বড় ধাক্কা হয়ে আসে চুক্তি নবায়ন না করার বিষয়ে এমবাপ্পের এক চিঠি। ফলে আক্রমণভাগ নিয়ে বেশ দুশ্চিন্তাতেই আছে ফরাসি জায়ান্টরা। তাই নেইমারকে এখনই ছাড়বে না লিগ ওয়ানের ক্লাবটি।
বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য মতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, আগামী মৌসুম নেইমারের কাঁধেই সওয়ার হতে চায় পিএসজি। চুক্তি নবায়ন না করে আগামী মৌসুম শেষে এমবাপ্পে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানানোর পর থেকেই দুই পক্ষের মধ্য টানাপোড়েন শুরু হয়। অথচ এক বছর আগেই এমবাপ্পেকে ধরে রাখতে সম্ভাব্য সবকিছুই করেছে প্যারিসের ক্লাবটি। ফলে এত বিনিয়োগকৃত ফুটবলাকে মুফতে ছাড়তে রাজি নয় পিএসজিও। এই মৌসুমেই তাকে বেঁচে দিতে চায় ফরাসি পরাশক্তিরা। এমবাপ্পের জন্য ৩০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল সৌদি ক্লাব আল হিলাল। পিএসজিও এমবাপ্পের সঙ্গে দলবদল নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার অনুমতি দিয়েছিলো আল হিলালকে। তবে আল হিলালের প্রতিনিধিদের সঙ্গে দেখাই করেননি এমবাপ্পে।
নেইমারের পিএসজি ছাড়ার সিদ্ধান্ত বদলানোর পেছনে ভূমিকা আছে লুইস এনরিকের। সম্প্রতি এই স্প্যানিয়ার্ডকে কোচের দ্বায়িত্ব দিয়েছে পিএসজি। সাবেক ক্লাব বার্সেলোনায় এনরিকের সঙ্গে কাজ করে দারুণ সাফল্য পেয়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। বার্সার হয়ে ওই সময় ঐতিহাসিক ট্রেবলও জিতেছিলেন তাঁরা। ফলে আগামী মৌসুমে নেইমারকে ঘিরে পিএসজির পরিকল্পনা সাজানোর খবরও শোনা যাচ্ছে।
২০১৭ সালে ২২ কোটি ২০ লাখ ইউরোর রেকর্ড ট্রান্সফার ফি তে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসেন নেইমার। এর কিছুদিন পরই মোনাকো থেকে প্যারিসের ক্লাবটিতে নাম লেখান এমবাপ্পে। মূলত চ্যাম্পিয়নস লিগের শিরোপার জন্য এত কাড়ি কাড়ি অর্থ ঢাললেও গত ছয় বছরে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে ব্যর্থ হন নেইমার-এমবাপ্পে। ২০২১ সালে তাদের সাথে যোগ দেন লিওনেল মেসি। তাতেও ভাগ্যের শিকে ঘোরেনি পিএসজির। তাই যাকে দিয়ে এই স্বপ্ন পূরণের চক্র শুরু করেছিলো পিএসজি, সেই নেইমারের কাঁধেই আরো একবার দ্বায়িত্ব দিতে যাচ্ছে দলটি।