আসন্ন ঈদে মুক্তির তালিকায় বেশ কিছু আলোচিত সিনেমা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চর্চায় থাকা চারটি সিনেমা হলো—‘জ্বীন ৩’, ‘জংলি’, ‘দাগি’ ও শাকিব খানের ‘বরবাদ’। ইতোমধ্যেই সেন্সর সার্টিফিকেশন বোর্ড ‘জ্বীন ৩’, ‘জংলি’ ও ‘দাগি’কে মুক্তির অনুমতি দিয়েছে। তবে এখনও অনিশ্চয়তার মুখে ‘বরবাদ’।
নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ ইতোমধ্যে সেন্সর বোর্ডে জমা পড়েছে। জানা গেছে, নির্মাতার পক্ষ থেকে ‘সর্বজনীন’ সার্টিফিকেট চাওয়া হয়নি, বরং তারা ‘অ্যাডাল্ট’ সার্টিফিকেটের আবেদন করেছিলেন। কিন্তু বোর্ড কিছু দৃশ্য কর্তনের নির্দেশনা দিয়েছে, যা মেনে নিতে নারাজ শাকিব ভক্তরা।
এর প্রতিবাদে আজ (মঙ্গলবার) দুপুরে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধনে নেমেছে শাকিব ভক্তরা। সামাজিক মাধ্যমেও ‘বরবাদ’-এর পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন সিনেমাপ্রেমীরা। সিনেমাটির মুক্তির দাবিতে সরব হয়েছেন অভিনেত্রী শবনম বুবলীও। তবে বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস।
বুবলীর খোলাখুলি অবস্থান
‘বরবাদ’-এর মুক্তির পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বুবলী। তিনি লিখেছেন,
“একটি সিনেমা তৈরির পেছনে অনেক স্বপ্ন থাকে, থাকে প্রযোজক, নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম। সেই স্বপ্ন তখনই পূর্ণতা পায়, যখন দর্শকরা বড় পর্দায় সিনেমাটি উপভোগ করতে পারেন।”
তিনি আরও লেখেন,
“আমরা যেমন ঈদের সিনেমা ‘জংলি’ দর্শকদের দেখাতে চাই, তেমনি ‘বরবাদ’, ‘দাগি’, ‘জ্বীন’, ‘চক্কর’-সহ সব সিনেমার মুক্তি প্রত্যাশা করি।”
নিরব অপু, পাশে সিয়াম-পূজা-ইমরান
বুবলী ছাড়াও ‘বরবাদ’-এর পাশে দাঁড়িয়েছেন সিয়াম আহমেদ, পূজা চেরি, ইমরান মাহমুদুলসহ অনেকে। কিন্তু এ নিয়ে একটিও মন্তব্য করেননি শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। তার নীরবতা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা।
এদিকে, ভক্তদের দাবি—‘বরবাদ’ যেন কোনো কাটছাঁট ছাড়াই মুক্তি পায়। সিনেমাটি নিয়ে সব ধরনের অনিশ্চয়তা দূর করতে সেন্সর বোর্ড কী সিদ্ধান্ত নেয়, এখন সেটিই দেখার অপেক্ষা।