নির্বাচনের হাওয়ায় রেমিট্যান্সের জোয়ার: ২১ দিনে এলো ২১১ কোটি ডলার

দেশে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ব্যাপক গতি সঞ্চার হয়েছে। চলতি ২০২৫–২৬ অর্থবছরের জানুয়ারি মাসের প্রথম ২১ দিনেই দেশে এসেছে ২১১ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৫ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই চিত্র পাওয়া গেছে।
ব্যাংক কর্মকর্তাদের মতে, এই উল্লম্ফনের পেছনে আসন্ন নির্বাচনের বড় ভূমিকা রয়েছে। নির্বাচনী ব্যয় মেটানোর জন্য প্রবাসীদের মাধ্যমে বিভিন্ন প্রার্থীর অনুকূলে বিপুল পরিমাণ তহবিল দেশে আসছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলো থেকে এই অর্থের প্রবাহ বেশি। এই প্রবণতা আগামী মার্চ মাস তথা পবিত্র রমজান পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
অর্থবছরের চিত্র ও প্রবৃদ্ধি পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২১ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৮৫৯ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ৫২৮ কোটি ডলার। অর্থাৎ, অর্থবছরের হিসেবে এখন পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৭ শতাংশ। এর আগে ডিসেম্বর মাসে ৩২২ কোটি এবং নভেম্বরে ২৮৯ কোটি ডলার দেশে এসেছিল।
স্বস্তিতে ডলারের বাজার ও রিজার্ভ প্রবাসী আয়ের এই উচ্চ প্রবাহের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে। ২০২৪ সালের আগস্টে রিজার্ভ যেখানে ২৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে নেমেছিল, বর্তমানে তা বেড়ে ৩২ বিলিয়ন বা ৩ হাজার ২০০ কোটি ডলারে উন্নীত হয়েছে। ডলারের সংকট কেটে যাওয়ায় দামও কমেছে। এক সময় ১২৮ টাকায় উঠে যাওয়া ডলার এখন ১২২ থেকে ১২৩ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ২০২৫ সালে মোট ৩ হাজার ২৮২ কোটি ডলারের রেকর্ড রেমিট্যান্স আসায় বাজার স্থিতিশীল রাখা সহজ হয়েছে এবং ব্যাংকগুলো নিয়মিত ডলার কেনাবেচা করতে পারছে।


















