নির্বাচনের পরই আমরা চলে যাবো: আসিফ নজরুল


অন্তবর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন, ফেব্রুয়ারিতেই আমরা চলে যাবো–মাথার মধ্যে এমন ভাবনা রেখেই সরকার কাজ করছে।’
তিনি আরও বলেছেন, ‘নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, দলের নয়। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’
মঙ্গলবার সচিবালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের ঘোষিত সময়সীমা প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য বিষয়ে সাংবাদিকদের কাছে আইন উপদেষ্টা এমন কথা বলেন।
আইন উপদেষ্টা আরও বলেন, ‘সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের স্যার সর্বজনস্বীকৃত একজন বিশ্বপর্যায়ের ব্যক্তিত্ব, তার দেওয়া ঘোষণা থেকে আমাদের বিন্দুমাত্র পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।’
নির্বাচনের সময় নিয়ে দলগুলোর বক্তব্য রাজনৈতিক প্রক্রিয়ারই অংশ মন্তব্য করে আসিফ নজরুল জানান, ‘আমাদের দেশে রাজনীতি নিয়ে যে ট্র্যাডিশনাল কথাবার্তা হতো, এখনো ওরকমভাবেই কথাবার্তা হচ্ছে, কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি। ফলে নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে কে কী বলবেন, এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ।’