সময়ের জনমাধ্যম

নিরাপত্তাজনিত কারণে আগস্টে বাংলাদেশ সফরে আসবে না ভারতীয় ক্রিকেট দল

আগামী আগস্টে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে না ভারতীয় ক্রিকেট দল। বিসিসিআইর অনুমোদন নিয়ে বিসিবি সূচি ঘোষণা করলেও নির্ধারিত সময়ে সে সিরিজ হচ্ছে না। এরইমধ্যে দ্বিপক্ষীয় এ সিরিজ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে ভারত। এ সিরিজটি নিয়ে দুটি বিকল্প সময়ের কথা বলা হচ্ছে। তা হতে পারে নভেম্বর বা আগামী বছরের কোনো এক সময়। 

১৮ থেকে ৩১ আগস্ট ঢাকা ও চট্টগ্রামে ছিল তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে চলতি বছর ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা কম। বিসিবি পরিচালনা পর্ষদের গতকালের সভায় এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ক্রিকেট পরিচালনা বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে নতুন সূচি ঠিক করতে। 

গুঞ্জন আছে নিরাপত্তাজনিত অনিশ্চয়তার কারণে আগস্টের সফর বাতিল করা হয়েছে। যদিও এ ব্যাপারে বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘বিসিসিআই-এর সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। তারা সিরিজের বিষয়ে সরকারের থেকে ছাড়পত্রের অপেক্ষায় আছে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা ভারতের বিপক্ষে আগস্ট বা সেপ্টেম্বরে সিরিজ আয়োজন করবো এমন নয়। বরং আমরা আলোচনা করেছি, সিরিজটা কীভাবে আয়োজন করতে পারি। আমরা এখন সিরিজটি আয়োজন করতে না পারলে অন্য কোন সময়ে করবো।’