নিজ নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে অস্থানরত তাদের নাগরিকদের সে দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে। বুধবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানায়, ‘বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের (শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটক) সুবিধাজনক পরিবহন ব্যবস্থার মাধ্যমে ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।’
বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে। রতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করেন।
এর আগে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছিল।
গত ডিসেম্বরে স্থানীয় মুদ্রার পতন ও জীবনযাত্রার ব্যয় হঠাৎ বেড়ে যাওয়ার প্রতিবাদে ব্যবসায়ীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। এরপরই তা ব্যাপকভাবে ছড়িয়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।
নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটসের দাবি, বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী অন্তত তিন হাজার ৪২৮ জন বিক্ষোভকারীকে হত্যা করেছে এবং ১০ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে।


















