সময়ের জনমাধ্যম

নারী ফুটবলারকে চুম্বনের ঘটনায় স্পেনের আদালতে তদন্ত শুরু

নারী ফুটবলারকে চুৃৃম্বনের ঘটনায় তদন্ত শুরু করেছে স্পেনের আদালত। সোমবার স্পেনের শীর্ষ ফৌজদারি আদালতের প্রসিকিউটররা জানিয়েছেন, প্রমীলা ফুটবলের বিশ্বকাপ আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নারী ফুটবলারকে জোরপূর্বক চুম্বনের ঘটনায় লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করেছে আদালত।

স্পেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হারমোসোর ঠোঁটে লুইস রুবিয়ালসের জোরপূর্বক চুম্বন যৌন নিপীড়নের সামিল হতে পারে সন্দেহে প্রাথমিক তদন্ত শুরু করেছে স্পেনের ফৌজদারি আদালত।

আদালতের বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় আদালতের প্রসিকিউটররা ঘটনাগুলো খতিয়ে দেখার জন্য প্রাথমিক তদন্ত শুরু করেছেন, যা যৌন নিপীড়নের অপরাধ হতে পারে।’

স্পেনের আদালত হারমোসোর সাথে যোগাযোগ করবে এবং তিনি চাইলে ১৫ দিনের মধ্যে লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে মামলা করতে পারবেন বলে জানানো হয়েছে।

গত ২০ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনিতে স্পেন প্রমীলা বিশ্বকাপ জেতার পর, রুবিয়ালেস পদক বিতরণ অনুষ্ঠানে হারমোসোকে জোরপূর্বক ঠোঁটে চুম্বন করার পরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এর আগে গত ২৪ আগস্ট বিবৃতিতে হারমোসো বলেন, ছদ্ম নারীবাদ ও সামাজিকভাবে হেনস্তার শিকার তিনি।

তবে রুবিয়ালেসের দাবি, চুমু দিতে পারবেন কিনা আগেই হারমোসোকে জিজ্ঞাসা করেছিলেন। সম্মতি পেয়েই তাকে চুমু দেন। যদিও ‘অনুমতি’র বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন হারমোসো।

হারমাসো জানান, ঘটনা তার অনুভূতিকে আঘাত করেছে। এর প্রতিবাদের প্রয়োজনীয়তা রয়েছে। তার বিশ্বাস হচ্ছে না কোনও ব্যক্তি সামাজিক পবিবেশে এ ধরনের আচরণ করতে পারে।

এই ফুটবলার বলেন, সম্মতি ছাড়াই আমি এই ধরনের আচরনের শিকার হয়েছি। সোজা কথায় আমাকে অসম্মান করা হয়েছে।

এছাড়াও একই সঙ্গে স্পেনের ৮১ জন নারী খেলোয়াড় বিবৃতি দিয়ে জানিয়েছেন, রুবিয়ালেস নেতৃত্বে থাকা অবস্থায় স্পেন জাতীয় দলের হয়ে খেলবেন না তারা।

Comments are closed.