নারী দলের নতুন ‘তুরুপের তাস’ আনিকা রানিয়া

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য যাওয়া এএফসি নারী এশিয়ান কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। এ জন্য ২৯ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই স্কোয়াডে জায়গা হয়েছে সুইডেন প্রবাসী ফরওয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকীর।
নারী দলের দ্বিতীয় প্রবাসী খেলোয়াড় হিসেবে ডাক পেলেন। এর আগে মাতসুশিমা সুমাইয়া ছিলেন একমাত্র প্রবাসী খেলোয়াড়। তিনি সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রথম সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলে ছিলেন।
২০ বছর বয়সী আনিকা গত এক সপ্তাহ ধরে ট্রায়ালে ছিলেন। ফিটনেস ট্রেইনার ক্যামেরন লর্ড ও আবুল হোসেনের তত্ত্বাবধানে এই স্কোয়াড ১২ দিনব্যাপী প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে। তবে দলের প্রধান কোচ পিটার বাটলার নেপালে চলমান সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া জুনিয়র দলের সঙ্গে রয়েছেন।
অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে থাকায় প্রাথমিক স্কোয়াডে ২৩ জন খেলোয়াড়ের মধ্যে নেই মমনি চাকমা, জয়নব বিবি রিতা ও মুংকি আক্তার। প্রাথমিক ক্যাম্পের জন্য ডাক পেয়েছেন তনিমা বিশ্বাস, রুমা আক্তার, উম্মে কুলসুম, ফেরদৌস আক্তার সোনালি, আইরিন খাতুন, সুরমা জান্নাত, নাদিয়া আক্তার জুতি, উন্নতি খাতুন এবং অনিকা রানি সিদ্দিকী।
আনিকা সুইডেনের শীর্ষ লিগ ক্লাব আইএফ ব্রোম্মাপোজকার্না-তে খেলেছেন। দুই উইং থেকে খেলার দক্ষতা রয়েছে তার। একই সঙ্গে প্লে মেকিং ও গোল করতেও বেশ দক্ষ বাংলাদেশি বংশোদ্ভূত আনিকা।
জাতীয় দলের এই প্রস্তুতি ক্যাম্প নারী ফুটবল লীগ ৯ ফেব্রুয়ারি শুরু হওয়ার আগে শেষ হবে। নেপালে চলমান সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি, যেখানে চার দলীয় টুর্নামেন্টের শীর্ষ দুই দল মুখোমুখি হবে।

















