সময়ের জনমাধ্যম

নাটোরে ভাষা শহিদদের শ্রদ্ধায় স্মরণ

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরের কানাইখালী কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে জেলা প্রশাসনের আয়োজনে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

পরে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসন মো: শামীম আহমেদ, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজানসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাগণ শ্রদ্ধা নিবেদন করেন।