সময়ের জনমাধ্যম

নাটোরে বিডিএমপিপিএ’র নতুন কমিটি গঠন

বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল প্রাইভেট প্র্যাকটিশনার এসোসিয়েশন (বিডিএমপিপিএ) নাটোর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর শহরের লাজিজ রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো: মহসিন আলী ও সাধারণ সম্পাদক হন মো: আব্দুর রব আব্দুল্লাহ্।

সংগঠনের সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নতুন কমিটির সদস্যরা নির্বাচিত হন। এতে
নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মো: আনিসুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিডিএমএপিপিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও নাটোর জেলা বিডিএমএ সভাপতি মীর মোশাররফ হোসেন, নাটোর জেলা বিডিএমএ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফরাজী আহমেদ রফিক বাবন, নাটোর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন, নাটোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পি লাহিড়ী, নাটোর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ও আরটিভি জেলা প্রতিনিধি শেখ তোফাজ্জ্বল হোসাইন।

Comments are closed.