সময়ের জনমাধ্যম

নাটোরের নলডাঙ্গায় কৃষি প্রযুক্তি মেলা শুরু

নাটোরে নলডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। রোববার দুপুরে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে মেলার উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল। চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলাকৌশল ও নতুন প্রযুক্তির সাথে কৃষকদের পরিচিত করার লক্ষে মেলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. ইয়াছিন আলী, নলডাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিরিন আক্তার, নলডাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার, উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফৌজিয়া ফেরদৌস, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ কিশোয়ার হোসেনসহ স্থানীয় বিশিষ্টজনেরা।

আলোচনা সভা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন। রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত মেলায় ২৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।