সময়ের জনমাধ্যম

নবাবগঞ্জে কাঠ পোড়ানোয় তিন ইটভাটা মালিককে জরিমানা

দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধ ইটভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর দায়ে তিন ইটভাটা মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও সরকারি কাজে বাধা দেয়ায় একজনকে পাঁচশো টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেল উপজেলার হরিপুর,খলিশাগাড়ী ও রামভন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের অর্থদণ্ড দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম,এম আশিক রেজা।

অভিযানকালে দিনাজপুর পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক এ,কে,এম ছামিউল আলম কুরসি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান সরকারসহ পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এম,এম আশিক রেজা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইট ভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী কাঠ পোড়ানোর অপরাধে তিন ইট ভাটা মালিকে তিন লাখ টাকা জরিমানা এবং সরকারি কাজে বাধা দেয়ায় একজনকে পাঁচশো টাকা জরিমানা করেছি।