পাকিস্তান রিপাবলিক পার্টি নামে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান। দেশটির গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, মঙ্গলবার পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে নতুন দলের নাম ঘোষণা করেন তিনি।
রেহাম বলেছেন, “পুরো পাকিস্তান আমার সংবিধান; আর আমাদের এই নতুন দলের লক্ষ্য কেবল রাজনৈতিক স্বার্থ হাসিল নয় বরং পাকিস্তানের শান্তি ও মর্যাদা ফিরিয়ে আনা এবং জনগণের সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।”

রেহাম বলেন, তার রাজনৈতিক দলের লক্ষ্য হলো পাকিস্তানের পার্লামেন্টে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা। পাকিস্তানের নারী ও কৃষকদের উপকারে আসে এমন সব রাষ্ট্রীয় সংস্কারের দাবি নিয়ে এগোবে তার দল। সাধারণ জনগণ প্রতিদিন যে বাস্তবতার মুখোমুখি হন পাকিস্তানের সরকারের নীতিতে তার প্রতিফলন থাকা জরুরি বলেও মনে করেন রেহাম।
সংবাদ সম্মেলনের কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জনগণকে তার দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন রেহাম। লিখেছেন, ‘এই রাজনৈতিক দল আপনাদের। দলের ওয়ার্কিং গ্রুপগুলোতে যোগ দিন। আসুন আমরা পাকিস্তান রিপাবলিকান পার্টির পতাকাতলে সমবেত হই এবং আমাদের ভবিষ্যত নিয়ে পরিকল্পনা সাজাই।’
বিবিসির সাবেক সাংবাদিক রেহাম খানের পুরো নাম রেহাম নেয়ার খান। ১৯৭৩ সালে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার বাফা শহরে জন্ম তার। তাদের পরিবার পশতুনভাষী পাঠান জাতিগোষ্ঠীর অন্তর্গত। রেহামের বাবা নেয়ার রমজান খান পেশায় একজন চিকিৎসক এবং তার চাচা আবদুল হাকিম খান খাইবার পাখতুনখোয়ার সাবেক গভর্নর ও রাজ্যের হাইকোর্টের সাবেক বিচারক ছিলেন।
১৯৯২ সালে ১৯ বছর বয়সে নিজের চাচাত ভাই ইজাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রেহাম। কয়েক বছর পরে তাদের বিচ্ছেদ হয়। এই দম্পতির তিন সন্তান আছে এবং তারা সবাই রেহামের সঙ্গে থাকেন।
বিচ্ছেদের পর সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করেন রেহাম। এর মধ্যেই পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের সঙ্গ তার পরিচয় ও ঘনিষ্ঠতা হয় এবং ২০১৫ সালের জানুয়ারিতে তারা বিয়ে করেন। কিন্তু দশ মাসের বেশি সেই বিয়ে টেকেনি। পরে ২০২২ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী পাকিস্তানি অভিনেতা মির্জা বিলালকে বিয়ে করেন রেহাম।