যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্কের পরিপ্রেক্ষিতে কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশীয় কৃষক ও জেলেদের স্বার্থে ভারত আপস করবে না বলেই জানিয়েছেন তিনি। এই অবস্থানের জন্য মূল্য দিতে হলেও প্রস্তুত রয়েছেন, এমন ইঙ্গিতও দিয়েছেন ভারতের রাষ্ট্রপ্রধান।
বৃহস্পতিবার (৭ আগস্ট) নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মোদী বলেন, ‘কৃষকের স্বার্থই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত কখনোই তার কৃষক, খামারি ও জেলেদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে আপস করবে না।’
শুল্ক বৃদ্ধি নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারতের টানাপোড়েন চলছেই। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কৃষিপণ্য আমদানিতে শুল্ক বাড়িয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে নয়াদিল্লি থেকেও আমদানিকৃত মার্কিন পণ্যে উচ্চহারে শুল্ক আরোপ করা হয়। তেল আমদানি ও কৃষি বাজারে প্রবেশাধিকার নিয়ে বিরোধ আরও জটিল হয়েছে।
মোদীর বক্তব্যে ছিল দৃঢ় বার্তা, ‘দেশের কৃষকদের জন্য আমি চড়া মূল্য দিতেও প্রস্তুত।’
যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানিকৃত কৃষিপণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরও দিল্লি রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা চালিয়ে যাওয়ায় শুল্কের হার বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, তারা চায় ভারত তাদের কৃষিপণ্য আমদানিতে আরও সুবিধা দিক। কিন্তু নয়াদিল্লি এখনো পর্যন্ত সে প্রস্তাব মানেনি।
বিশ্লেষকরা মনে করেন, মোদির সাম্প্রতিক বক্তব্য আসলে যুক্তরাষ্ট্রের শুল্ক চাপেরই জবাব। ভারতের কৃষি ও স্থানীয় উৎপাদকদের স্বার্থে আপস না করার এই বার্তা ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ মোকাবিলার কৌশল।