ইরানের ধর্মীয় শাসনের বিরুদ্ধে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এএফপির খবরে বলা হয়েছে, সাম্প্রতিক বিক্ষোভের মধ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানের পর এমন বক্তব্য দিলেন খামেনি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে শনিবার এক ভাষণে খামেনি বলেন, 'আমরা দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাই না, কিন্তু আমরা অভ্যন্তরীণ অপরাধীদের ছাড় দেবো না। আর তাদের চেয়েও খারাপ আন্তর্জাতিক অপরাধীদেরও ছাড় দেওয়া হবে না।'
খামেনি আরও বলেন, 'ইরানি জাতিকে অবশ্যই দেশদ্রোহীদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে, যেমনটি তারা আগেও করেছে।'
খামেনি দেশের চলমান বিক্ষোভে প্রাণহানির জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করে বলেছেন, 'এটি যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র। তারা চায় ইরানকে গিলে খেতে। সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অবদমিত করে রাখতে।'
ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগের মধ্যেই সর্বোচ্চ নেতার এমন বক্তব্য ফের আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার মানবাধিকারকর্মীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরানের দেশব্যাপী বিক্ষোভে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আট দিন বন্ধ রাখার পর ইরানে ইন্টারনেট কার্যক্রমে খুব সামান্য লক্ষ্য করা গেছে।