দেশ এখন এক ক্রান্তিকাল পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেছেন, 'বিভিন্ন রকম কথা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। কেন যেন মনে হয়, দেশকে অস্থির করে তোলার জন্য কিছুসংখ্যক লোক পেছন থেকে কাজ করছে।'
রোববার ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ পরিষদের প্রশিক্ষণকেন্দ্রে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। সেখানে তিনি বলেন, দেশ যাতে আবার অন্ধকারের দিকে চলে না যায়, সে জন্য সবাইকে সাবধান থাকতে হবে। 'ভুল করে নিজেদের মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টি করলে আমরা আবার সেই সব চক্রান্তকারীর হাতে পড়ব। এতে দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হব।' যোগ করেন মির্জা ফখরুল।
আসন্ন নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। সেটা যেন কেউ করতে না পারে, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে।'
সভায় বিএনপি মহাসচিব দলের অবস্থান পরিষ্কার করে জানান, 'আমরা অঙ্গীকারবদ্ধ—এই দেশে কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। চরমোনাইয়ের পীরের সঙ্গে বৈঠকের সময়ও আমি একই কথা বলেছি। অনেকে বিভ্রান্তি ছড়ানোর জন্য বলে যে আমরা কোরআন ও সুন্নাহর আইন চাই না, এটা ঠিক নয়।'
তিনি আরও বলেন, 'আমাদের ধর্মবোধ, কৃষ্টি ও সংস্কৃতি রক্ষা করার জন্য আমরাই এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' যুক্ত করেছেন। তিনিই প্রথম আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাস রেখে কাজ করার কথা লিখেছিলেন। আমরা যেন এই কথাগুলো ভুলে না যাই।'
তিনি বলেন, 'আমরা শান্তি চাই। আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠুক। যেখানে আমি আমার ইবাদত শান্তিতে করতে পারব, ধর্ম চর্চা শান্তিতে করতে পারব এবং আমার ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারব।'
জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, 'আমরা অত্যন্ত কষ্ট ও বেদনার সঙ্গে আমাদের ছোট ভাই ওসমান হাদীকে স্মরণ করি। রংপুরের আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিমসহ জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের আমরা স্মরণ করি। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদেরকেও আমরা স্মরণ করি।'
সভায় অন্যদের মধ্যে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।