সময়ের জনমাধ্যম

দুবাই ইমিগ্রেশন থেকে তিন রাত পর মুক্ত নাহিদ-রিশাদ

ইমিগ্রেশন জটিলতায় দুবাই বিমানবন্দরে প্রায় তিন রাত কাটাতে হয়েছে টাইগার ক্রিকেটার নাহিদ-রিশাদকে। বুধবার দুপুরে বাংলাদেশ দলের সাথে নাহিদ রানা ও রিশাদ হোসেনও দুবাই বিমানবন্দরে নামেন। এরপর অন্যরা বেরিয়ে গেলেও শুক্রবার রাত দুইটা পর্যন্ত সেখানে আটকে ছিলেন তারা। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।

কাশ্মীর নিয়ে ভারত–পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার মধ্যে পিএসএল স্থগিত হয়ে গেলে গত ১০ মে দুবাই হয়ে ঢাকায় ফিরেছিলেন নাহিদ ও রিশাদ। এর চার দিন পর সংযুক্ত আরব আমিরাত সফরে বাংলাদেশ দলের সাথে দুবাইয়ে পৌঁছান তারা।

আটকে পড়ার পর আমিরাত ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ হাই কমিশনের চেষ্টায় নাহিদ-রিশাদকে বিমানবন্দর থেকে বের করতে বেগ পেতে হয়েছে। তাদের দুজনকে ছাড়াই বৃহস্পতি ও শুক্রবার অনুশীলন করেছে বাংলাদেশ দল।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দলের দুটি টি-টোয়েন্টির সিরিজ শুরু হচ্ছে আজ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। দ্বিতীয় ম্যাচ সোমবার একই মাঠে একই সময়ে।