দিল্লিতে মিছিল থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক


দিল্লিতে নির্বাচনকে ঘিরে বিক্ষোভ মিছিল থেকে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। সোমবার (স্থানীয় সময়) সকাল সাড়ে ১১টার দিকে সংসদ চত্বর থেকে এই মিছিল শুরু হয়।
ইন্ডিয়া জোটের উদ্যোগে অনুষ্ঠিত এ বিক্ষোভে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট জালিয়াতি ও ‘এসআইআর’ ইস্যুতে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। রাহুল-প্রিয়াঙ্কাসহ শরদ পাওয়ার, অখিলেশ যাদব, মহুয়া মৈত্র, ডেরেক ও’ব্রায়েন, জয়া বচ্চন ও সায়নী ঘোষসহ বহু নেতা মিছিলে যোগ দেন। ‘ভোট চুরি বন্ধ হোক’ এবং ‘এসআইআর মানছি না’ স্লোগানে মুখরিত ছিল সংসদ চত্বর।
পুলিশ ব্যারিকেডে মিছিল আটকে দিলে নেতারা রাস্তার উপর বসে পড়েন এবং স্লোগান দিতে থাকেন। এ সময় ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র ও সাংসদ মিতালি বাগ। বাসে তুলে নিয়ে যাওয়ার সময় অজ্ঞান হয়ে পড়েন মহুয়া। পানি দেওয়ার পর তার অবস্থা স্থিতিশীল হয়।
রবিবার (১০ আগস্ট) দিল্লি পুলিশ জানায়, সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত মিছিলের জন্য অনুমতি নেয়নি বিরোধী জোট। এদিকে সোমবার সংসদের অধিবেশন শুরু হতেই বিরোধীদের বিক্ষোভে হইচই শুরু হয়, ফলে লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম দুপুর ২টা পর্যন্ত মুলতুবি করা হয়।