সময়ের জনমাধ্যম

দিরাইয়ে আ’লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনে সংঘর্ষ

সুনামগঞ্জের দিরাইয়ে সংঘর্ষের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে আওয়ামী লীগের সম্মেলন। এই সংঘর্ষের ঘটনায় দুই গ্রুপের অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলা সদরের বিএডিসি মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই সংঘর্ষ বাঁধে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দিরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মঞ্চে উঠা নিয়ে সভায় সাবেক পৌর মেয়র মোশারফ মিয়া ও প্রদীপ রায়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটে। এ সময় ইটপাটকেল ও চেয়ার ছোঁড়াছুড়ি হয়। দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়াকে মঞ্চে উঠতে না দেওয়ায় সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে সম্মেলন শুরু হয়।

সংঘর্ষের সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুল সামাদ আজাদ ডন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি নোমন বখত পলিন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানমসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।

সম্মেলন শুরুর পর প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূরুল ইসলাম নাহিদ বলেন, দিরাইয়ে আওয়ামী লীগের সম্মেলনে যে হামলার ঘটনা ঘটেছে এর বিচার কঠোরভাবে হবে। ঘটনার সূত্রপাত যিনি করেছেন তাকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেয়া হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন জানান, সম্মেলন শুরুর সময় মঞ্চে উঠতে এগিয়ে যান দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া। এসময় মঞ্চে উপস্থিত নেতা-কর্মীরা তাকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে মোশাররফের সমর্থকরা মঞ্চের দিকে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। সে সময় মঞ্চেই ছিলেন কেন্দ্রীয় নেতারা।

পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করলে হট্টগোলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর সম্মেলন শুরু হয়। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে সাবেক মেয়র মোশাররফ মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ বলেন, সম্মেলনকে ঘিরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। সম্মেলনে সমস্যা হতে পারে এমন তথ্য আগেই ছিল। যার ফলে আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত নিয়ন্ত্রণ করতে পেরেছি।